Privacy Policy

ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন, অন্যকে জানান।

এই ব্লগটি মূলত সমকালীন বিষয় ভিত্তিক ও তথ্য-প্রযুক্তি বিষয়ক টিপস এবং ট্রিকস নিয়ে। শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন স্বার্থকতা নেই। বরং নিজে নতুন কিছু জানলে তা সবার সাথে শেয়ার  করার মাধ্যেই পূর্নতৃপ্তী!

১। পোস্টের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং পোস্টে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে। অহেতুক বাংলা ইনংরেজি মিশ্রিত পোস্ট করা যাবে না।  ইংরেজি ভাষায় পোস্ট করা যাবে কিন্তু অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।

২। অহেতুক ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোস্ট করা যাবে না। তবে প্রয়োজনে ইংরেজি বাংলা মিশ্রিত করে পোস্ট করা যাবে।

৩। টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।

৪। বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড না করাই ভাল। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো আমাদের ব্লগ নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।

৫। হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই পোস্ট করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়। হ্যাকিংকে অপরাধ নয় বরং সুরক্ষার জন্য ব্যাবহার করতে আমাদের ব্লগ উৎসাহিত করে।

৬। নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে পোস্ট করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।


৭। অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে না বা এধরনের লেখা, পোস্টে থাকা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না। সেই সাথে কোন জাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন লেখা দেয়া যাবে না।

৮। মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না। মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব এই ব্লগ বহন করে না।

৯। ছোট পোস্ট গ্রহণযগ্য নয় এবং পোস্ট এর মাঝে শুধু মাত্র মিডিয়া ফায়ার অথবা সরাসরি ডাউনলোড লিংক ব্যবহার না করে নিজের সাইটের পাবলিসিটি করবেন না। অতিরিক্ত বিভাগ দেয়া যাবে না (আদর্শ 1 টি)। পোস্ট এর মাঝে অবশ্যই ফিচার ইমেজ যুক্ত করুন। adf. ly, tinyurl, PTC, ভুয়া অনলাইন ইনকাম, একাধিক বার বিজ্ঞাপন, কপি পেস্ট পোস্ট করলে আপনাকে ব্লগ থেকে ব্যান/বাতিল করা হবে সাথে সাথে।

(নীতিমালা সংশ্লিষ্ট কোন ফিডব্যাক থাকলে ব্লগ অ্যাডমিনকে মেইল কিংবা স্কাইপ কলের মাধ্যমে জানাতে পারেন)

আপনার নাম লিখুন


আপনার ব্যবহ্নত ইমেইল ঠিকানা দিন *


আপনার প্রশ্ন বা মন্তব্য লিখুন *


8 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ৪:৫৯ PM

    Daẏā karē ē'i biṣaẏaṭi ēkaṭu samādhāna karē dibēna
    kōna'ō apabyabahāra pratirōdha karatē, āmarā Facebook-ē āpani kōna'ō nirdiṣṭa jinisakē katabāra karatē pārabēna tā sīmita karēchi anugraha karē parē ābāra cēṣṭā karuna
    saikeislamjara93@gmail.Com
    01607313993 ba 01920226851 basaikeislamjara93@gmail.Com

    • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
      এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ৫:০১ PM

      হ্যাকার আমার জিমেইল মোবাইল নাম্বার চেঞ্জ কইরা করছে

  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ৫:০৩ PM

    ফেসবুক থেকে এখন আমার ফেসবুক আইডি ব্লক করে দেয়া হয়েছে

  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ৭:৫৮ PM

    এতকিছু লিখলাম উত্তর তো দিলেন না

  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ১০:৪৪ PM

    আমার ফেসবুক একাউন্টে এখনো আনলক করা হয়নি

  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ১০:৪৫ PM

    ফেসবুকের কাছে অনুরোধ এই আইডিটি যদি আপনারা রিটার্ন করে দিতে পারেন দেন না হলে ভাই আমার সময় নষ্ট করার সময় নেই

  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ২৯ মে, ২০২৪ এ ১১:৪৯ PM

    এখনো ঠিক হয়নি তো????

  • এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন    saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851     আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷  "01948496546 noreply@questionpro.com   aaamd11233@gmail.com
    এখন আমার আইডি দয়া করে ঠিক করে দেন saikeislamjara93@gmail.com 01607313993 ba 01920226851 আর যে আমার আইডি হ্যাক করছে তার হলো এই আইডি ৷ "01948496546 noreply@questionpro.com aaamd11233@gmail.com ৩০ মে, ২০২৪ এ ৩:১২ AM

    Brother, it's been four or five days now, brother, I can't sleep because of Facebook, brother, please recover my Facebook, it will help me.

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url