চুলকানি হওয়ার কারণ - চুলকানি থেকে বাঁচার উপায়

চুলকানি এমন একটা মারাত্মক রোগ যেটা হলে অনেক অসহ্যকর লাগে। চুলকানি হলে সেই জায়গায় ঘা তৈরি হয়ে যায়। তাই আজকে আপনাদের জানাবো চুলকানি হওয়ার কারণ এবং চুলকানি থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
চুলকানি হওয়ার কারণ

আশা করছি আপনি যদি নিচের অংশ গুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে চুলকানি হওয়ার কারণ এবং চুলকানি থেকে বাঁচার উপায় জানতে পারবেন ও আপনার শরীরে চুলকানি হলে তা থেকে নিরাময় পাবেন।

পোস্ট সূচিপত্রঃ চুলকানি হওয়ার কারণ - চুলকানি থেকে বাঁচার উপায়

চুলকানি হওয়ার কারণ

শরীরে বিভিন্ন কারণে চুলকানি হয়ে থাকে যেমন অনেক সময় এলার্জির কারণে চুলকানি হয়ে থাকে। আবার শরীরে যখন কোন ব্যাকটেরিয়া বা ময়লা লাগে তখন সেই কারণে শরীরের চুলকানি হয়ে থাকে। এছাড়াও শরীরে যদি ঘা হয় তাহলে সেই কারণেও শরীরে চুলকানি হয়ে থাকে। 

আরো পড়ুনঃ চুলকানি দূর করার জনপ্রিয় ক্রিম - চুলকানি প্রতিরোধে মহাঔষধ

তবে শরীরে যদি অতিরিক্ত চুলকানি হয় তাহলে অবশ্যই এটা ভালো করার ব্যবস্থা নেওয়া উচিত কারণ অতিরিক্ত চুলকানি থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে। চুলকানি থেকে বাঁচতে কিছু ঘরোয়া উপায় রয়েছে সেগুলো নিচের অংশ আপনাদের জানানোর চেষ্টা করব চলুন জেনে নেওয়া যাক

চুলকানি দূর করার মহাঔষধ

বর্তমানে অনেকে চুলকানির সমস্যায় ভুগে থাকেন অনেকের আবার সারা শরীর চুলকানি হয়ে থাকে। চুলকানি অনেক মারাত্মক একটা রোগ এটা আস্তে আস্তে শরীরের বিস্তার লাভ করে। তাই চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই ইন্টারনেটে খুঁজে থাকেন চুলকানি দূর করার মহাঔষধ। স্কয়ার কোম্পানির কয়েকটি চুলকানি দূর করার ঔষধ রয়েছে সেগুলোর নাম হল। 

  • Sendo
  • Alatorl
  • Cetrizine
  • Drama 50
  • Fexofenadine
  • Atarax
  • Ordain

চুলকানি ভালো করার জন্য এই ঔষধ গুলো অনেক কার্যকরী। তাই আপনার শরীরে যদি চুলকানি হয়ে থাকে তাহলে এগুলো ঔষধ সেবন করতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। 

চুলকানি দূর করার ঘরোয়া উপায় 

শরীরের চুলকানি দূর করার জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে সেগুলো যদি ফলো করে এপ্লাই করতে পারেন তাহলে আশা করা যায় চুলকানি দূর হয়ে যাবে। চুলকানি দূর করার ঘরোয়া উপায় গুলো হলো।

১। চুলকানি ভালো করার জন্য লেবুর রস অনেক কার্যকরী সেজন্য একটি লেবু কেটে রস বের করে নিয়ে চুলকানির ওপর ভালোভাবে লাগাবেন এবং রসগুলো শুকিয়ে যেতে দিবেন দেখবেন চুলকানি অনেকটা কমে গেছে। 

২। চুলকানি দূর করার জন্য নিম পাতা অনেক কার্যকরী সেজন্য নিমপাতা বেটে চুলকানির উপর লাগাবেন অথবা নিমপাতা পানির মধ্যে দিয়ে সেই পানিতে চুলকানির স্থান ধুয়ে ফেলবেন চুলকানি কমে যাবে।

আরো পড়ুনঃ চোখ উঠলে যা যা করা উচিত ও যা যা করা উচিত না

৩। দ্রুত চুলকানি দূর করার আরেকটি কার্যকরী উপায় হলো এলোভেরা। এলোভেরার মধ্যে সাদা অংশগুলো বের করে নিয়ে চুলকানির উপর লাগালে চুলকানি দূর হয়ে যাবে।

৪। চুলকানি ভালো করতে নারকেল তেল অনেক কার্যকরী সেজন্য আপনার শরীরের যে স্থানে চুলকানি হচ্ছে সেই স্থানে নারকেল তেল লাগাবেন দেখবেন চুলকানি অনেকটা কমে গেছে। 

৫। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। এবং যেগুলো খাবার খেলে চুলকানি হয় সেগুলো খাবার বেরিয়ে চলবেন আর অতিরিক্ত চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। 

চুলকানি থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ উপায়

চুলকানি এমন একটি রোগ যেটির প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই উত্তম। সেজন্য চুলকানি থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে সেগুলো সকলের মেনে চলা উচিত। চুলকানি থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ উপায় গুলো হলো। 

  • আপনার যদি এলার্জির সমস্যা থাকে তাহলে একটু সাবধানে থাকবেন এবং এলার্জি জাতীয় খাবার খাবেন না।
  • অনেকের অভ্যাস রয়েছে একই জামা কাপড় পরিধান করা চুলকানি থেকে বাঁচতে এই অভ্যাসটি পরিত্যাগ করবেন।
  • বাড়িতে যদি পোষা কোন প্রাণী থাকে তাহলে তাদেরকে সব সময় কাছে করে নিয়ে থাকবেন না কারণ এগুলো থেকে অনেক সময় ব্যাকটেরিয়া ছড়ায় এতে করে চুলকানি হয়।
  • যদি হালকা চুলকানি হয় তাহলে অতিরিক্ত হাত দিয়ে চুলকাবে না কারণ যত বেশি চুলকাবেন ততই আরো চুলকানি বাড়বে। 
  • অতিরিক্ত গরমের কারণে চুলকানি হয়ে থাকে সেজন্য চেষ্টা করবেন ফ্যানের মধ্যে থাকা যাতে করে শরীর অতিরিক্ত না ঘামে। 
  • অতিরিক্ত ভেজা থাকবেন না কারণ সেখান থেকে ব্যাকটেরিয়া ছড়ায় এবং চুলকানি তৈরি হয়।

পাছাতে চুলকানি দূর করার উপায়

অনেকে দেখা যায় পাছাতে চুলকানি হয়ে থাকে পাছাতে চুলকানি দূর করার জন্য কিছু কার্যকরী মলম রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বাঁচাতে চুলকানি দূর করার মলমের নাম গুলো হল।

  • পেভিসোন
  • ছত্রাক বি
  • অ্যান্টিফাঙ্গাল ক্রিম

পাছাতে চুলকানি ভালো করার জন্য এইগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও চিকিৎসকের কাছে গেলে আপনাকে আরো ভালো কোন ঔষধ বা মলম দিবে।

নারীদের পস্রাবের রাস্তায় চুলকানি দূর করার উপায়

অনেক নারীদের পস্রাবের রাস্তায় চুলকানি হয়ে থাকে যা অনেক অসহ্যকর হয়ে থাকে। তাই নারীদের পস্রাবের রাস্তায় চুলকানি দূর করার জন্য কিছু উপায় রয়েছে সেগুলো মেনে চললে চুলকানি দূর হয়ে যাবে।

আরো পড়ুনঃ এইডস কত দিন পর ধরা পরে - কিভাবে বুঝবেন আপনার এইডস হয়েছে

নারীদের পস্রাবের রাস্তায় বিভিন্ন কারণে চুলকানি হয়ে থাকে যেমন অতিরিক্ত গরমের কারণে চুলকানি হতে পারে সেজন্য ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে, এছাড়া চুলকানি ভালো করার জন্য প্রসাব বা পায়খানা করার পরে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে, পস্রাবের রাস্তায় সাবান ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না, সহবাসের সময় কনডম ব্যবহার করে সহবাস করতে হবে। এগুলো মেনে চলতে পারলে পস্রাবের রাস্তায় চুলকানি দূর হয়ে যাবে। 

চুলকানি বন্ধে বিশেষ খাবারের তালিকা

চুলকানি বন্ধ করার জন্য কোন খাবার নেই তবে অনেক খাবার রয়েছে সেগুলো খাবার খাওয়ার কারণে চুলকানি হয়ে থাকে তাই সেগুলো খাবার এড়িয়ে চললে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। চুলকানি প্রতিরোধে খাবার গুলো না খাওয়াই ভালো। 

  • চিংড়ি মাছ
  • ডিম
  • চিনা বাদাম
  • বেগুন
  • গরুর মাংস
  • ইলিশ মাছ
  • গম
  • গরুর দুধ

আপনার শরীরে যদি চুলকানি থাকে তাহলে এগুলো খাবার এড়িয়ে চলবেন। এতে করে চুলকানি থেকে মুক্তি পাবেন আর এগুলো খাবার খেলে চুলকানি আরো বেড়ে যায়। 

চুলকানি বন্ধ করার জনপ্রিয় ক্রিম

চুলকানি বন্ধ ভালো করার জন্য জনপ্রিয় অনেকগুলো ক্রিম রয়েছে তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেই কয়েকটি ক্রিমের নাম গুলো হলোঃ

  • ক্যালামাইন ক্রিম
  • ক্লোরহেক্সিডিন ক্রিম
  • অ্যালোভেরা ক্রিম
  • বেটামেথ্যাসোন ক্রিম
  • স্যালিসিলিক অ্যাসিড ক্রিম

চুলকানি রোধে ডাক্তারের পরামর্শ

চুলকানি রোদের ডাক্তারের কিছু পরামর্শ থাকে সেগুলো হল চুলকানি হওয়া ব্যক্তির বিছানা পত্র আলাদা করে রাখা প্রয়োজন, রোগটি ভালো হয়ে গেলে রোগীর জামা কাপড় এবং বিছানা পত্র ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে, অন্তর্বাস ব্যবহার করলে প্রতিদিন আলাদা আলাদা অন্তর্বাস ব্যবহার করুন। আর জামাকাপড় না ধুয়ে পরিধান না করাই ভালো। এগুলো মেনে চলার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকে। তারপরেও আপনি সরাসরি ডাক্তারের কাছে গিয়ে আরো পরামর্শ নিতে পারেন।

সর্বশেষ মন্তব্য

বন্ধুরা আশা করছি আজকের পোস্ট থেকে আপনারা চুলকানি হওয়ার কারণ এবং চুলকানি থেকে বাঁচার উপায় সহ চুলকানি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছেন। তাই আপনার যদি চুলকানি হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে চুলকানি ভালো করতে পারেন। সব সময় শরীরের যত্ন নিবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url