বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা - বাটন ফোন চেনার উপায়
তো আপনি যদি বাটন ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা নাম ও বাটনফোন চেনার উপায় গুলো। তো চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা - বাটন ফোন চেনার উপায়
- বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা ও মূল্য
- ভালো মানের বাটন ফোন চেনার বিশেষ উপায়
- ফোরজি বাটন ফোন গুলোর নাম
- বাটন ফোন ব্যবহারের সুবিধা-অসুবিধা
- যাদের জন্য বাটন ফোন খুবই জরুরী
- মধ্যবিত্তদের জন্য সেরা বাটন ফোনের নাম
- সবচেয়ে সহজ ফাংশন যুক্ত বাটন ফোনের নাম
- বাটন ফোন নিয়ে আমাদের শেষ বিশেষ কথা
বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা ও মূল্য
এইতো বেশ কয়েক বছর আগে বাটন মোবাইল ফোনে জনপ্রিয়তা অনেক বেশি থাকলেও বর্তমানে কিছুটা কম। জনপ্রিয়তা কম হলেও এখনো অনেকে বাটন মোবাইল ফোন ব্যবহার করে আবার অনেকে নতুন করে কিনতে চাই তাই এখন আপনাদের জানাবো বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা ও মূল্য সম্পর্কে।
- Nokia 110 - Price 2,899 tk
- Nokia 5310 - Price 3,099 tk
- Nokia 105 - Price 2,299 tk
- Symphony B12+ - Price 980 tk
- Symphony B26 - Price 790 tk
- Symphony Hero - Price 1,250 tk
- Itel it2180 - Price 890 tk
- Walton Olvio L29 - Price 899 tk
- Walton Xplay 101 - Price 1,599 tk
- Walton Olvio S35 - Price 1,450 tk
- Xiaomi Qin 1s - Price 2,475 tk
- Dizo Star 400 - Price 2,499 tk
- Bengal BG201 - Price 1,880 tk
- Jio J12 Mobile - Price 1,695 tk
- Micromax MX53 - Price 1,550 tk
ভালো মানের বাটন ফোন চেনার বিশেষ উপায়
এন্ড্রয়েড মোবাইল ফোন চেনার জন্য বিভিন্ন রকম বিষয়ে খেয়াল রাখতে হয় কিন্তু বাটন মোবাইল চেনার জন্য অতটা বিষয় লক্ষ্য করা যায় না কারণ বাটন মোবাইল ফোনে সাধারণ কিছু যন্ত্রপাতি থাকে। তারপরও ভালো মানের বাটন মোবাইল ফোন চেনার জন্য প্রথমে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটা হল আপনি কোন কোম্পানির বাটন মোবাইল ফোন কিনছেন।
যেগুলো মানুষের কাছে জনপ্রিয় কোম্পানি সেগুলো মোবাইল ফোন খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু যেগুলো মার্কেটে নতুন কোম্পানি আসে সেগুলো মোবাইল ফোন তেমন একটা ভালো হয় না এছাড়াও বাটন মোবাইল ফোনের ব্যাটারি যদি অনেক ছোট হয় তাহলে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে।
তাই এই দিকটি খেয়াল রাখবেন। এছাড়া তেমন আর কোন উপায় নেই শুধুমাত্র যেগুলো
কোম্পানি অনেক আগে থেকে এবং জনপ্রিয় সেগুলো থেকে নিবেন আশা করছি ভালো মানের বাটন
মোবাইল ফোন পাবেন।
ফোরজি বাটন ফোন গুলোর নাম
বাটন ফোরজি মোবাইল ফোন সচরাচর পাওয়া যায় না। নোকিয়া কোম্পানির বেশ কয়েকটি
মডেলের ফোরজি মোবাইল ফোন রয়েছে তবে এগুলো বাটন ফোরজি হলেও আপনি এগুলো দিয়ে
ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। নোকিয়ার কয়েকটি ফোরজি বাটন মোবাইল
ফোনের নাম গুলো।
- Nokia 6300 4G
- Nokia 5210 4G
- Nokia 5710 4G
- Nokia 2660 Flip 4G
- Nokia 215 4G
বাটন ফোন ব্যবহারের সুবিধা অসুবিধা
বাটন মোবাইল ফোন ব্যবহারের সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। তবে আপনার যদি
এন্ড্রয়েড ফোনের পাশাপাশি মোবাইল ফোন থাকে তাহলে কোন রকমের অসুবিধা নেই। প্রথমে
জেনে রাখুন বাটন ফোন ব্যবহারের সুবিধা গুলো।
- এমবির জন্য টাকা খরচ করতে হয় না
-
তেমন ভালো ইন্টারনেট চালানো যায় না সেজন্য সময়ের অপচয় হয় না
- খুব সহজে বহন করা যায়
-
দাম কম হওয়ার কারণে হারিয়ে গেলে তেমন একটা ক্ষতি হয় না
-
হঠাৎ করে হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে
-
আকার এবং ওজনে কম হওয়ার কারণে হাতে নিয়ে থাকতে সুবিধা হয়
-
এছাড়া পাবলিক প্লেসে ব্যবহারের সময় ছিনতাই হওয়ার সম্ভাবনা কম থাকে
আরো পড়ুনঃ ওয়ান প্লাস মোবাইল প্রাইস ইন বাংলাদেশ
এগুলো ছাড়াও আরো অনেক সুবিধা হয়েছে বাট মোবাইল ফোনের তবে বাটন মোবাইল ফোনের
কয়েকটি অসুবিধা রয়েছে অসুবিধা গুলো হলো।
-
ইন্টারনেটে কোন কাজ করার প্রয়োজন হলে বাটন মোবাইল ফোন দিয়ে করা যায় না
-
বাটন ফোনের মাধ্যমে একে অপরের থেকে কোন ছবি বা ভিডিও আদান প্রদান তেমন করা যায়
না
-
অনেক সময় কিছু কিছু বাটন ফোন দিয়ে কারো সাথে কথা বলতে লাগলে ভালোভাবে কথা
বোঝা যায় না।
এগুলোই মূলত বাটন মোবাইল ফোনের অসুবিধা তবে এগুলো তেমন একটা অসুবিধা হবে না যদি
আপনার কাছে বাটন ফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে।
যাদের জন্য বাটন ফোন খুবই জরুরী
অনেকের জন্যই বাটন মোবাইল ফোন জরুরী প্রয়োজনীয় হয়ে থাকে। বিশেষ করে যারা বিভিন্ন রকম বিজনেসের কাজ করে তাদের কথা বলার জন্য এন্ড্রয়েড ফোনের পাশাপাশি বাটন মোবাইল ফোন থাকে অনেকটা জরুরী।
কারণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যেখানে সেখানে কথা বলার জন্য বের করতে অনেক
অসুবিধা হয় কিন্তু বাটন মোবাইল ফোন ছোট হওয়ার কারণে খুব সহজে সেটা দিয়ে কথা
বলা যায়। আবার যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সম্পর্কে কোন কিছু বোঝেনা
তাদের জন্য বাটন মোবাইল ফোন জরুরী।
মধ্যবিত্তদের জন্য সেরা বাটন ফোনের নাম
আসলে বাটন মোবাইল ফোনের জন্য মধ্যবিত্ত বা ধনী ব্যাক্তি ভেদে কোনো ফোনের দাম হয়ে
থাকে না।তবে বাটন মোবাইল ফোনের দাম অনেক বেশি রয়েছে আবার অনেক কম রয়েছে যাদের
সমর্থ্য কম তারা কম দামের মধ্যে নিতে পারেন। যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন
তাহলে অবশ্যই কম দামের মোবাইল ফোন আপনার জন্য প্রয়োজন তেমন কয়েকটি মোবাইল ফোনের
দাম জেনে নিন।
- Symphony B26 দাম ৭৯০ টাকা
- Symphony B12+ দাম ৯৮০ টাকা
- Itel it2180 দাম ৮৮০ টাকা
- Walton Olvio L29 দাম ৮৯৯ টাকা
- Vmax V17 দাম ১,৫৯৯ টাকা
- Mycell F4 Alpha দাম ১,৪৪৯ টাকা
যারা মধ্যবিত্ত রয়েছেন তারা কম দামের মধ্যে এই মোবাইল ফোনগুলো কিনতে
পারেন। এছাড়াও আপনি আপনার নিকটস্থ কোন মোবাইলের দোকানে গেলে আরো অনেক কম
দামের মধ্যে মোবাইল ফোন পেয়ে যাবেন।
সবচেয়ে সহজ ফাংশন যুক্ত বাটন ফোনের নাম
সব বাটন মোবাইল ফোন সহজ ফাংশন যুক্ত হয়ে থাকে কিন্তু যারা মোবাইল সম্পর্কে কোন কিছু বোঝেনা তাদের কাছে সবই কঠিন মনে হবে। তারপরেও nokia, symphony, walton এ মোবাইল ফোন গুলোর ফাংশন অনেকটা সহজ হয়ে থাকে তাই যে কেউ এই মোবাইল ফোনগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারে।
আরো পড়ুনঃ কিস্তিতে কি মোবাইল ফোন পাওয়া যায়
তবে যাদের বয়স বেশি তারা হয়তো লেখাপড়া জানে না সেজন্য এগুলো মোবাইল ফোনে তাদের
কাছে কঠিন মনে হবে সেজন্য আপনার পরিবারের এরকম কাউকে যদি মোবাইল ফোন কিনে দেন
তাহলে কয়েকদিন ভালোভাবে সবকিছু বুঝিয়ে শিখিয়ে দিবেন।
বাটন ফোন নিয়ে আমাদের শেষ বিশেষ কথা
বাংলাদেশের সেরা বাটন ফোনের তালিকা বাটন ফোন চেনার উপায় গুলো কি কি তা আপনাদের জানিয়েছি আশা করছি এখন আপনারা বাটন ফোন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।
আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url