ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয়
তাই চলুন আজকের আর্টিকেলের মাধ্যমে ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয় এই সকল বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
পোষ্ট সূচিপত্রঃ ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয়
- ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয়
- ল্যাপটপ কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য
- ভালো ল্যাপটপ চেনার উপায়
- পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে যেসব বিষয় জানা দরকার
- ভালো ল্যাপটপের কনফিগারেশন কেমন হতে পারে
- কোন জেনারেশন এর ল্যাপটপ কেনা বর্তমানে ভালো
- ল্যাপটপ কেনার সুবিধা অসুবিধা
- মধ্যবিত্তদের জন্য সেরা ল্যাপটপের তালিকা
- ল্যাপটপ কেনা নিয়ে আমাদের সর্বশেষ কথা
ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয়
আপনি যদি এর আগে কোন সময় ল্যাপটপ না খেয়ে থাকেন তাহলে হয়তো আপনি জানবেন না যে ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়ে খেয়াল করতে হবে। তাই আজকের পোস্টের এই অংশে আপনাদের জানাবো ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয় সেরকম পাঁচটি বিষয়।
১। প্রথমে আপনি দেখে নিবেন ভালো ও মানের ব্যান্ড কিনা কারণ যেগুলো ব্র্যান্ড ভালো নয় সেগুলো ভালো পারফরমেন্স দিবে না তাই ভালো মানের ব্র্যান্ড যাচাই করবেন যেমন এইচপি, lenovo অথবা এসার এই সকল ব্যান্ডের মধ্যে নিবেন। তবে আপনার সামর্থ্য বেশি থাকলে আরো ভালো মানের ব্র্যান্ড নিতে পারেন।
২। এবার আপনাকে ল্যাপটপের সাইজ নির্ধারণ করতে হবে আপনি যদি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতে চান তাহলে কম ওজনের নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোথাও না নিয়ে ঘুরেন তাহলে যে কোন ওজনের নিতে পারেন।
আরো পড়ুনঃ পিসি বিল্ড গাইডলাইন সমূহ কী তা জেনে নিন
৩। ল্যাপটপ কেনার আগে আপনার আরেকটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন সেটা হল স্কিন। খেয়াল রাখবেন ল্যাপটপের স্কিন ফুল এইচডি কিনা। অথবা কোন ভিডিও দেখতে গেলে কোনরকম সমস্যা হয় কিনা সেগুলো খেয়াল রাখবেন।
৪। ল্যাপটপ কেনার আগে আরেকটি বিষয় জেনে রাখা প্রয়োজন সেটা হল ল্যাপটপের রেম পনি যদি ভালো মানের র্যাম রয়েছে এরকম ল্যাপটপ ম্যান তাহলে সেটা দিয়ে যেকোনো কাজ কোন রকম সমস্যা ছাড়া করতে পারবেন সেজন্য সর্বনিম্ন ৮ জিবি থেকে তারপরে যত রয়েছে সেগুলো নিবেন। বর্তমানে ৪ জিবি রেমের ল্যাপটপ নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন না।
৫। বিদ্যুৎ ছাড়া ল্যাপটপ চালানো যায় কিন্তু আপনি যদি বাসায় ব্যবহারের জন্য ল্যাপটপ নিয়ে থাকেন এবং একটু বড় মাপের কিনেন তাহলে সেটাকে বড় ব্যাটারী থাকবে এতে করে চার্জ অনেক সময় থাকবে কিন্তু ছোট ল্যাপটপ বাইরে ব্যবহারের জন্য নিলে ব্যাটারি ছোট থাকে সেজন্য ব্যাটারি ব্যাকআপ টাইম ভালোভাবে জেনে নিবেন।
ল্যাপটপ কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য
ইতিমধ্যে আপনাদের ল্যাপটপ কেনার আগে পাঁচটি বিষয় জানালাম এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন এবং কেনার আগে সেগুলো যাচাই করে নেওয়া প্রয়োজন। যেমন আপনি যদি এখন ল্যাপটপ দিয়ে কোন রকম কাজ করতে চান তাহলে ল্যাপটপের অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন এর নিচে নেওয়া যাবে না।
এবং সর্বনিম্ন এসএসডি থাকতে হবে ২৫৬ এবং বর্তমানে আপনি যদি ভালো মানের ল্যাপটপ নিতে চান তাহলে ল্যাপটপের ইউএসবি পোর্ট ২ না নিয়ে ইউএসবি পোর্ট ৩ নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যেকোন ডাটা আপনি খুব সহজেই তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আরো অনেক উপায় রয়েছে ল্যাপটপ চেনার সেগুলো নিচে থেকে জেনে নিন।
ভালো ল্যাপটপ চেনার উপায়
আপনি কি জানতে চেয়ে থাকেন ভালো ল্যাপটপ চেনার উপায়। ভালো ল্যাপটপ চেনার
জন্য বেশ কিছু বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। অর্থাৎ আপনি যে ল্যাপটপ নিতে
যাচ্ছেন সেই ল্যাপটপের বিভিন্ন কম্পিউটার রয়েছে সেগুলো যদি ভালো হয় তাহলে সেটা
নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যায় ভালো ল্যাপটপ চেনার জন্য ল্যাপটপের কি
কি বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
- রেম
- রম/ হার্ড ডিস্ক
- সিপিইউ/ প্রসেসর
- ডিসপ্লে
- ব্যান্ড/ কোম্পানি
- মাদারবোর্ড
- অপারেটিং সিস্টেম
- ব্যাটারি ব্যকআপ
- ল্যাপটপের সাইজ ও ওজন
- ল্যাপটন এর ডিজাইন
পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে যেসব বিষয় জানা দরকার
বর্তমানে অনেক ভালো ভালো পুরাতন ল্যাপটপ কিনতে পাওয়া যায় কিন্তু পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে যেসব বিষয় জানা দরকার সেগুলো বিষয়ে না জানলে ঠকে যেতে পারেন। তাই আসুন জেনে নেওয়া যাক পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে কোন বিষয়গুলো আপনার জানা দরকার।
-
কত মাস বা কত বছর ব্যবহার করা হয়েছে সেটা জেনে নিবেন।
- ডিসপ্লে ভালোভাবে চেক করে নিবেন।
-
ল্যাপটপের বডি ভালো হবে দেখে নিবেন কোন স্কেচ রয়েছে কিনা।
-
কিবোর্ডের সকল বাটন চেক করে নিবেন ঠিক রয়েছে কিনা।
- টাচ প্যাড ভালো হবে দেখে নিবেন।
- স্পিকার চেক করবেন।
- ইউএসবি পোর্ট চেক করবেন।
- ব্যাটারি চেক করে নিবেন।
-
রেম প্রসেসর হার্ডডিক্স চেক করে নিবেন।
-
উইন্ডোজ অপারেটিং সিস্টেম কত জেনে নিবেন।
-
দাম বিবেচনা করে বলবেন এবং ক্রয় করবেন।
ভালো ল্যাপটপের কনফিগারেশন কেমন হতে পারে
বিভিন্নজন বিভিন্ন রকম কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করে থাকে সেজন্য এক একটা কাজের
জন্য ল্যাপটপের কনফিগার একেক রকম লাগে। তবে আপনি যদি ভালো মানের কনফিগার
যুক্ত ল্যাপটপ নেন তাহলে সকল কাজ খুব সহজে ঝামেলা ছাড়াই করতে পারবেন। এবং
দামের উপর কনফিগার বিভিন্ন রকম হয়ে থাকে। তবে মোটামুটি ভালো মনের ল্যাপটপ
নিতে চাইলে ল্যাপটপের সকল দিয়ে ভালো কিনা সেটা দেখে নিতে হবে।
আরো পড়ুনঃ অ্যান্ড্রয়েড ও লাইক নোটিফিকেশন ডটস সেট - অ্যান্ড্রয়েড ও লাইট নোটিফিকেশন
ল্যাপটপের কনফিগারেশন মানে ল্যাপটপের যত রকম সিস্টেম রয়েছে এবং যন্ত্রপাতি
রয়েছে সেগুলোকে বলা হয়। তাই ল্যাপটপের কনফিগারেশন কেমন হওয়া উচিত বলা
সম্ভব নয় তবে আপনি যদি একটি নাম নির্ধারণ করে দেন তাহলে সে তাদের মধ্যে তেমন
কনফিগারের ল্যাপটপ পাবেন সেটা বলা সম্ভব। তাই এই বিষয়ে জানতে আমাদের কমেন্ট
বক্সে কমেন্ট করে জানান আপনি কত বাজেটের মধ্যে ল্যাপটপ ক্রয় করতে
চাচ্ছেন। তাহলে আমরা আপনাকে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব।
কোন জেনারেশন এর ল্যাপটপ কেনা বর্তমানে ভালো
বিভিন্ন জেনারেশনের ল্যাপটপ কিনতে পাওয়া যায় তাই অনেকে জানতে চেয়ে থাকেন কোন জেনারেশন এর ল্যাপটপ কেনা বর্তমানে ভালো? আসলে এটা আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনার বাজেট যদি ভালো হয় তাহলে আপনার জন্য ১৩ জেনারেশনের ল্যাপটপ নেওয়া ভালো হবে। তবে আপনার যদি বাজেট কম থাকে তাহলে সর্বনিম্ন ১০ জেনারেশন এর মধ্যে নিবেন। এরকম ভালোভাবে কাজ করতে পারবেন না।
ল্যাপটপ কেনার সুবিধা অসুবিধা
ল্যাপটপ কেনার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথমে আপনারা জেনে নিন
ল্যাপটপ কেনার সুবিধা গুলোঃ
-
যেকোনো জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়
-
আকারে ছোট হয়ে থাকে সেজন্য ওজন কম হয়
- বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে
- বিদ্যুৎ না থাকলেও ব্যবহার করা যায়
-
প্রয়োজনীয় ডেটা যেকোন স্থানে দেখে নেওয়া যায় সাথে ল্যাপটপ থাকলে
-
এটা যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য ভেঙ্গে যাওয়ার বা ক্ষতি
হওয়ার সম্ভাবনা থাকে।
-
ডেক্সটপ এর থেকে ল্যাপটপ এর কার্যক্ষমতা কিছুটা কম হয়ে থাকে।
-
ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ তেমন একটা বেশি হয় না।
- দাম অনেক বেশি হয়ে থাকে।
-
ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ আপডেট করতে অনেক ঝামেলা হয়।
-
এবং ল্যাপটপ সাথে করে বহন করার সময় চুরি হওয়ার ঝুঁকি থাকে।
মধ্যবিত্তদের জন্য সেরা ল্যাপটপের তালিকা
আপনি যদি একজন মধ্যবিত্ত হয়ে থাকেন এবং ল্যাপটপ কিনতে চান তাহলে আপনি সেকেন্ড
হ্যান্ড বেশ কিছু ভালো মানের ল্যাপটপ রয়েছে সেগুলো নিতে পারেন। নতুন
ল্যাপটপের দাম অনেক বেশি তাই আপনার জন্য এই সকল ল্যাপটপ সেরা হতে পারে।
- HP Brand
- Dell Brand
- Lenovo Brand
- Asus Brand
- Acer Brand
এগুলো ভালো মানের ল্যাপটপ আপনি কম দামের মধ্যেই পেয়ে যাবেন। তবে মনে রাখবেন
আপনার বাজেট যদি কম হয় তাহলে কনফিগার সেই রকম হবে আর বাজেট ভালো হবে ভালো
কনফিগার হবে।
ল্যাপটপ কেনা নিয়ে আমাদের সর্বশেষ কথা
ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় না জানলেই নয় এই সকল বিষয়ে আশা করছি আপনারা জানতে পেরেছেন। তাই আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে এ সকল বিষয় ভালোভাবে যাচাই করে নিবেন।
এতে করে ভালো মানের একটি ল্যাপটপ কিনতে পারবেন যা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। তো এরকম বিষয়ে জানতে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাবেন এবং এরকম আরো বিষয় জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।
মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url