মানুষ চেনার সঠিক উপায় - সঠিক মানুষ চেনার উপায়

মানুষ চেনার সঠিক উপায় জেনে রাখলে খুব সহজে আপনি মানুষ চিনতে পারবেন। পক্ষান্তরে যদি আপনি মানুষ চেনার সঠিক উপায় সম্পর্কে না জেনে রাখেন, তাহলে কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। তাই মানুষ চেনার সঠিক উপায় জেনে রাখা উচিত।
মানুষ চেনার সঠিক উপায় - সঠিক মানুষ চেনার উপায়

পেজ সূচিপত্র: মানুষ চেনার সঠিক উপায় - সঠিক মানুষ চেনার উপায়

মানুষ চেনার সঠিক উপায় - সঠিক মানুষ চেনার উপায় 

মানুষ চেনা বড়ই দুষ্কর একটি কাজ। বাহ্যিক অবয়ব দেখে অনেক সময় মানুষ চেনা যায় না। অনেক মানুষ রয়েছে যারা উপরে অনেক ভালো ব্যবহার করে কিন্তু অন্তরে থাকে বিষ। পক্ষান্তরে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা উপরে বেশি ভালো আচরণ না করলেও অন্তরে অনেক ভালোবাসা জমা রাখে। 

যাই হোক, মানুষ চেনার সঠিক উপায় বা সঠিক মানুষ চেনার উপায় সমূহ নিচে উল্লেখ করা হবে। নিম্ন বর্ণিত উপায় গুলো দেখে খুব সহজে আপনি মানুষ চিনতে পারবেন। যদিও পুরোপুরি ভাবে মানুষ চেনার নির্দিষ্ট কোন নিয়ম নীতি নেই। যাইহোক আসুন দেখে নেয়া যাক, মানুষ চেনার সঠিক উপায় বা ভালো মানুষ চেনার উপায়। 
  • ভদ্র এবং সৌজন্যমূলক ব্যবহার: কোন মানুষ যদি আপনার সাথে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করে তাহলে প্রাথমিকভাবে ধরে নিতে পারেন যে, সে ব্যক্তি ভালো হতে পারে। কেননা ভদ্রতা এবং সৌজন্যমূলক আচরণ ভালো মানুষের একটি লক্ষণ। 
  • অপরকে সম্মান করার মানসিকতা থাকা: ভালো মানুষদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অপরকে সম্মান করার মানসিকতা। সকলের ভেতরেই কিন্তু অপরকে সম্মান জানানোর ভালো এই গুণ থাকে না। তাই যদি কারো ভিতরে এই গুণ পাওয়া যায়, তাহলে সে ভালো হতে পারে। 
  • অযাচিত অঙ্গভঙ্গি মুক্ত:  অযাচিত অঙ্গভঙ্গি, যদি কোন ব্যক্তির ভিতরে না পাওয়া যায় তাহলে তা ভালো। কেননা এই সমস্যাগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে সে ভালো মানুষ হতে পারবে না। কেননা ভালো মানুষ তার সব সময় অযাচিত অঙ্গভঙ্গি এড়িয়ে চলার চেষ্টা করে। 
  • মার্জিত ভাষা: কথায় কথায় অশ্লীল বাক্য চয়ন যারা করে, তারা আর যাই হোক কখনো ভালো মানুষ হতে পারবে না। কেননা ভালো মানুষদের এই ধরনের বদ অভ্যাস থাকে না। 
  • অহমিকা মুক্ত থাকা: ভালো মানুষ যারা তাদের আরেকটি মহান গুণ হলো তারা সর্বদা অহমিকা মুক্ত থাকে। সুতরাং অহমিকা মুক্ত থাকা ভালো মানুষের একটি গুণ। 

ভালো মানুষ চেনার উপায় - মানুষ চেনার কৌশল

ভালো মানুষ চেনার যে সকল উপায় রয়েছে তার সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি ইতিমধ্যে উপরে উল্লেখ করা হয়েছে। ভালো মানুষ চেনার আরো বেশ কিছু উপায় রয়েছে। সেগুলো নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে।
  • দায়িত্ববান হওয়া: দায়িত্ববান হওয়া, অর্থাৎ নিজের উপরে যে সকল দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব গুলো যথাযথভাবে পালন করা একজন ভালো মানুষের গুণ। তাই যদি এ ধরনের ব্যক্তির মাঝে পাওয়া যায় তাহলে হতে পারে সে ভালো মানুষ। 
  • অপরের কথা শ্রবণ করার মানসিকতা থাকা: কিছু কিছু লোক রয়েছে, যারা অপরের কথা শুনতে অভ্যস্ত নয় বরং সব সময় নিজে কথা বলতে ব্যস্ত থাকে। এটি খুবই মন্দ একটি গুণ। আর এর বিপরীত অর্থাৎ অপরের কথা শ্রবণ করার মন-মানসিকতা থাকা ভালো মানুষের গুণ।  
  • বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার অভ্যাস থাকা: অনেক ব্যক্তি রয়েছে যারা বিপদ-আপদে ঘাবড়ে যায়। বিপদের সময় ঘাবড়িয়ে কোন লাভ নেই তা বুদ্ধিমান ব্যক্তি মাত্রই জানে, আর এ কারণে তারা বিপদের সময় মাথা কাটিয়ে সেখান থেকে উদ্ধারের চেষ্টা করে। এই ধরনের গুণ কারো মাঝে থাকলে, সে হয়তো বা ভালো মানুষ।
  • চিন্তাভাবনা করে কাজ করা: কোথায় আছে, "ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না" এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বুদ্ধিমান এবং ভালো মানুষ তারা সর্বদা ভেবে কাজ করে, কাজ করার পরে ভাবেনা। 
  • সমবেদনা প্রকাশ করার মানসিকতা: কারো কোন ধরনের সমস্যা কিংবা বিরোধ আসলে বিপদ আপদ আসলে তার প্রতি সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করা ভালো মানুষের অন্যতম আরেকটি গুণ। 

বাজে মানুষ চেনার উপায়

মানুষ চেনার সঠিক উপায় বা সঠিক মানুষ চেনার উপায়, সমূহ সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে বাজে মানুষ চেনার উপায়, সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তাই আপনি যদি বাজে মানুষ চেনার উপায় জেনে নিতে চান তাহলে নিম্ন বর্ণিত তথ্য গুলো মনোযোগের সাথে পড়ুন।
  • ধান্দাবাজ: বাজে মানুষগণ সাধারণত ধান্ধাবাজ হয়ে থাকে। তারা সব সময় ধান্দার উপরে থাকে।  অর্থাৎ কার কাছ থেকে কি চিটারি বাটপারি করে নেওয়া যায়, সেই বিষয়ে নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে।
  • বিশ্বাস ঘাতক: বাজে মানুষেরা সর্বদাই বিশ্বাসঘাতক হয়। তাদেরকে কোন ব্যক্তি বিশ্বাস করলে তার ফলাফল ভালো হয় না। 
  • সুবিধাবাদী: বাজে মানুষদের আরেকটি কমন চরিত্র হলো এরা সুবিধাবাদী। 
  • ছ্যাঁচড়া: বাজে মানুষকে যদি আপনি কোন টাকা পয়সা ধার দেন তাহলে এরা ছ্যাঁচড়ামী করে। 
  • স্বার্থপর: বাজে লোকগণ সর্বদাই স্বার্থপর হয়ে থাকে। 

ভালোবাসার মানুষটিকে ভালো করে চেনার উপায়

আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে আরো ভালো করে চিনতে চান, সেক্ষেত্রে নিম্ন বর্ণিত তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে যে সকল লক্ষণ তুলে ধরা হয়েছে সেগুলো যদি আপনি আপনার মনের মানুষের মাঝে দেখতে পান তাহলে ধরে নিতে পারেন যে সে আপনাকে প্রকৃত অর্থেই ভালোবাসে। 
  • উপযুক্ত সম্মান প্রদর্শন: আপনার মনের মানুষ যদি আপনাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে তাহলে ধরে নিতে হবে সে আপনাকে ভালোবাসে। 
  • নিজের উপরে প্রায়োরিটি: যে কোন প্রয়োজনে যদি সে আপনাকে প্রায়োরিটি দেয় তাহলে অবশ্যই সে আপনাকে ভালোবাসে। 
  • আপনার খুশিতে তার খুশি: কোন ব্যাপারে যদি আপনি খুশি হন, তাহলে সেও খুশি হয় এটা হল ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 
  • সারা জীবন নিজের করে রাখার ইচ্ছা: আপনার কাছের মানুষটি যদি আপনাকে সারা জীবন নিজের করে রাখার ব্যাপারে তৎপর হয়, তাহলে অবশ্যই আপনার উচিত হবে তাকেও ভালোবাসা। কেননা সে আপনাকে অনেক ভালোবাসে। 
  • আপনার সমস্যায় সে উদ্বিগ্ন: আপনি যদি কোন বিপদে পড়েন কিংবা সমস্যায় পড়েন তাহলে সে আপনার ব্যাপারে উদ্বিগ্ন হবে। 

বেইমান মানুষ চেনার উপায়

মানুষ চেনার সঠিক উপায় গুলো ইতোমধ্যেই উপরে তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে বেইমান মানুষ চেনার উপায় গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। যে সকল মানুষ বিশ্বাসঘাতকতা করে তাদেরকেই বেইমান বলা হয়। 
বেইমান মানুষদেরকে চেনারও বেশ কিছু উপায় রয়েছে। বেইমান মানুষ চেনার উপায় সমূহানীতে উল্লেখ করা হলো। নিম্ন বর্ণিত লক্ষণ গুলোই কারো মধ্যে প্রকাশ পেলে মূলত সে বেইমান। 
  • মিথ্যাবাদী: বেইমান মানুষেরা মিথ্যা কথা বলতে পছন্দ করে। 
  • নিজের ভুল স্বীকার না করা: যারা বেইমান তারা কখনোই নিজেদের ভুল স্বীকার করতে পছন্দ করেনা। 
  • হিংসুটে হবে: বেইমান মানুষেরা অত্যধিক পরিমাণে হিংসুটে হয়ে থাকে। কারো উন্নতি তারা একেবারেই সহ্য করতে পারে না। 
  • অকৃতজ্ঞ: বেইমান মানুষের যতই উপকার করেন তারা কখনোই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেনা।
  • ডমেনেটিং: বেইমান মানুষের সর্বদাই ডমিনেটিং হয়। অপরকে হেয় প্রতিপন্ন করতে পছন্দ করে। 

স্বার্থপর মানুষ চেনার উপায়

কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের স্বার্থটাই শুধু বোঝে তাদেরকেই বলা হয় স্বার্থপর। নিজের স্বার্থের জন্য তারা সবকিছুই করতে পারে। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে তখন আর কারো প্রয়োজন হয় না। এ ধরনের দ্বিমুখী চরিত্রের মানুষগুলোই স্বার্থপর। স্বার্থপর মানুষ চেনার উপায় সমূহ নিম্নরুপ। 
  • অন্যের চাহিদা গুরুত্ব দেয় না: স্বার্থপর মানুষেরা শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো করতে দ্বিধাবোধ করে না। তারা কখনোই অন্যের চাহিদাকে গুরুত্ব দেয় না। 
  • আপস করার মন মানসিকতা থাকে না: স্বার্থপর মানুষদের আপোষ করার কোন ধরনের মন মানসিকতা থাকে না। 
  • অহংকার প্রকাশ করে: তারা সর্বদা অহংকার প্রকাশে ব্যস্ত থাকে। 
  • নিজেকে প্রকাশ করে: স্বার্থপর মানুষদের আরেকটি খারাপ গুণ হলো তারা সর্বদা নিজেকে প্রকাশ করতে ব্যস্ত থাকে। 
  • নিজের কাজ আগে করার প্রচেষ্টা চালায়: যেকোনো জায়গায় তারা নিজেদের কাজ আগে করার প্রচেষ্টা চালায়। 

চালাক মানুষ চেনার উপায়

যারা চালাক তাদের বেশ কিছু গুণ রয়েছে, যে গুণগুলোর মাধ্যমে বুঝতে পারা যায় যে ওই ব্যক্তি চালাক। চালাক ব্যক্তিদের যে সকল গুনাগুন রয়েছে সেগুলো নিচের উল্লেখ করা হবে। তো আসুন দেখে নেয়া যাক, চালাক মানুষ চেনার উপায়। 
  • সুক্ষ বিশ্লেষণ করার ক্ষমতা: সুক্ষ বিচার-বিশ্লেষণ করার ক্ষমতা যাদের রয়েছে তারা এই মূলত চালাক মানুষ। 
  • সহানুভূতিশীল: চালাক মানুষেরা সর্বদাই অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে
  • ধৈর্যশীল: চালাক মানুষদের আরেকটি ভালো গুণ হলো তারা ধৈর্যশীল। 
  • ন্যায়বিচারক: চালাক মানুষেরা সর্বদাই ন্যায় বিচারক হয়ে থাকে। 
  • আত্মসচেতন: তারা সর্বদাই আত্ম সচেতন। তবে অহংকারী নয়। 

সহজ সরল মানুষ চেনার উপায়

আপনি যদি প্রথম থেকে এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই মানুষ চেনার সঠিক উপায় গুলো জেনেছেন। কেননা উপরে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সহজ সরল মানুষ যারা, তাদের বেশ কিছু গুনাগুন রয়েছে। যে গুনাগুন গুলো কোন ব্যক্তির ভিতর পাওয়া গেলে ধরে নিতে হবে যে সে সহজ-সরল মানুষ। সহজ সরল মানুষ চেনার উপায় গুলো নিচে উল্লেখ করা হলো।
  • সৎ: সহজ সরল মানুষগণ সৎ ও নরম মনের অধিকারী। তারা কোন ধরনের অসৎ কাজ করতে পছন্দ করে না। 
  • সহানুভূতিশীল: তারা সর্বদাই অন্যদের প্রতি সহানুভূতিশীল থাকে। অপরের দুঃখে নিজে ভারাক্রান্ত হয়।
  • সাহায্যকারী: সৎ মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ ভালো লক্ষণ হলো তারা অন্যকে সাহায্য করতে পছন্দ করে। 
  • ক্ষমাশীল: ক্ষমাশীলতা মানুষের আর একটি স্বভাবজাত গুণ। 
  • কাউকে গালিগালাজ করে না: তারা সাধারণত মানুষকে গালিগালাজ করতে পছন্দ করে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url