চ্যাট জিপিটি কিভাবে কাজ করে

ChatGPT-র নাম শোনেননি এমন মানুষ বোধহয় এখন খুব কমই আছে। যারা জানেন না তাদের জন্য বলছি, এটা আলাদিনের জাদুর দৈত্য। পার্থক্য কেবল একটাই, আলাদিনের জাদুর দৈত্যের দৌড় কেবল তিনটা প্রশ্ন/ চাওয়ার মধ্যে সীমাবদ্ধ। আর ChatGPT এখানে রীতিমতো অসীম সম্ভার নিয়ে আপনার জন্য বসে আছে। আজকের এই টপিকে আমরা চ্যাট জিপিটি কিভাবে কাজ করে সবকিছু বিস্তারিত আলোচনা করবো।
বর্তমান সময় অনলাইন জগতে তোলপাড় সৃষ্টিকরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর একটি প্রয়োগ হচ্ছে চ্যাট বট চ্যাট জিপিটি (Chat GPT). কি এই চ্যাট জিপিটি আর কেনইবা এটি অনলাইন জগতকে এতটা মাতিয়ে তুলেছে? চলুন তো জেনে নেয়া যাক, চ্যাট জিপিটি আসলে কি? এবং চ্যাট জিপিটি কিভাবে কাজ করে / chat gpt ki vabe kaj kore আর কোন বৈশিষ্ট্যগুলো একে এতটা সমালোচনার মাঝে তুলে এনেছে? সুবিধা অসুবিধাসহ আরো অনেক কিছু জানবো ইনশাআল্লাহ্।

পেজ সূচিপত্রঃ

চ্যাট জিপিটি কি (What is Called Chat GPT)

ইন্টারনেট জগতে সাড়াঁ জাগানো একটি চ্যাট বটের নাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির পূর্ণরূপ কি? Chat Generative Pre-trained Transformer কে সংক্ষেপে Chat GPT বলা হচ্ছে।এটি এক ধরনের মেশিন লার্নিং মডেল যা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তৈরী করা।
chat.openai.com হলো চ্যাট জিপিটির আসল ওয়েবসাইট। এখানে একটি একাউন্ট ক্রিয়েট করে আপনি ইউনিক কনটেন্ট নিমিষেই পেয়ে যাবেন। সবেমাত্র চালু হওয়া অর্থাৎ ২০২২ এ চালু হওয়া এই ওয়েবসাইটের ব্যবহারকারী সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে।কোন কিছু সার্চ করার সাথে সাথেই যখন রেজাল্ট দেখায় তখন এটি তো গুগলের মতই একটি সার্ভিস।গুগলের সাথে এর পার্থক্য রয়েছে। চলুন তো দেখি গুগলের সাথে এর প্রধান পার্থক্যটা কোথায়।

চ্যাট জিপিটি এর সংক্ষিপ্ত ইতিহাস

স্যাম অল্টম্যান ২০১৫ সালে চ্যাট জিপিটির প্রথম সূত্রপাত ঘটান। তখন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।পরবর্তীতে, মাইক্রোসফট কোম্পানি এটাকে এটি প্রোটোটাইপ হিসেবে চালু করেন। কৃত্তিম বুদ্ধিমত্তার প্রধান নির্বাহী কর্মকর্তা অল্টম্যান বলেন চ্যাট জিপিটি এখন পর্যন্ত ২০ মিলিয়ন ব্যবহারকারী ছাড়িয়েছে। দিনকে দিন এর গবেষণা চলমান থাকায় এটি আরো বেশি আপডেট হচ্ছে।

গুগল বনাম চ্যাট জিপিটি:

সাধারণত গুগল একটি সার্চ ইঞ্জিন হলেও এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এর রয়েছে অনেকগুলো শাখা।আপনি গুগলে যখন কিছু লিখে সার্চ করবেন তখন ঐ সার্চের আলোকে গুগল কিছু ওয়েবসাইটের লিংক জেনারেট করে।আমরা তা থেকে আমাদের পছন্দের সাইটে গিয়ে তথ্য দেখতে পারি। এখানে সরাসরি গুগল কিন্তু আমাদের সেই উত্তরের দিকে নিয়ে যায় না।পক্ষান্তরে,চ্যাট জিপিটির ওয়েবসাইটে গিয়ে কিছু লিখে সার্চ দিলে সরাসরি উত্তর পাওয়া যায়। এখানে কিন্তু লিস্ট আকারে কোন ওয়েবসাইটের ঠিকানা আসে না।তাই গুগলে সরাসরি উত্তর পাওয়া না গেলেও চ্যাট জিপিটি Chat GPT তে উত্তর কিন্তু সরাসরি পাওয়া যায়। এটাই মূলত চ্যাট জিপিটির সাথে গুগলের বৈষম্য।

চ্যাট জিপিটি এর বিশেষ বৈশিষ্ট্য

অনন্য বৈশিষ্ট্যে ভরা অনলাইন জগতের আলাড়ন সৃষ্টিকারী অ্যাপ চ্যাট জিপিটি এর অনেকগুলো বিশেষত্ব রয়েছে।চলুন দেখা যাক কি সেগুলো ?
  • এর প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে আপনি যে প্রশ্নই করেন না কেন আপনাকে তৎক্ষণাৎ ইউনিক তথ্য দিবে।মজার ব্যাপার হলো এর দেয়া তথ্যগুলো এখন পর্যন্ত সবাইকে বিস্মিত করেছে।
  • বর্তমান সময় এর সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে।এর আর একটি বিশেষত্ব হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন আবেদন, পত্র, প্রবন্ধ সহজেই লিখে ফেলা সম্ভব।

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে তা জানার আগে আমরা যখন কোন তথ্য চ্যাট জিপিটির মাধ্যমে জানার চেষ্টা করি তখন কিন্তু এটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমাদের চাওয়া তথ্যকে বিশ্লেষন করে।আমদের কাছে ইউনিক ফলাফল প্রদান করে এবং পর্যায়ক্রমে তথ্য আপডেট করে। এটি বাংলা ইংরেজীসহ বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারে।গবেষকরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। যাতে ভবিষ্যতে একে আরো আপডেট করা যায়। সেই সাথে নিত্য নতুন ভাষা যাতে সংযুক্ত করা যায় তার জন্যেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।তবে বলে রাখি ২০২২ এ এর ডাটা আপডেট করা হয়েছে। পরীক্ষণ শেষ হয়েছে। সেই জন্য এর পরের কোন ডাটা একে জিজ্ঞেস করলে এটি কোন উত্তর দিতে পারে না। চ্যাট জিপিটি কিভাবে কাজ করে আশা করি এই তথ্য নিয়ে বিস্তারিত বর্ণনা পেয়ে গেছেন। এছাড়াও আমরা আরো কিছু তথ্য জানবো যেটা চ্যাট জিপিটি কিভাবে কাজ করে তা নিয়ে। এসব কিছু জানলে আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন।

কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়

আমরা তো বুঝলাম চ্যাট জিপিটি আসলে কি আর এর বিশেষ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা পেলাম।
এখন কথা হচ্ছে আমি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবো?অর্থাৎ কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয় তাই জানার চেষ্টা করবো।এটাকে ব্যবহর করার জন্য প্রথমত আমাদের কম্পিউটার কিংবা মোবাইল অথবা ল্যাপটপের ইন্টারনেট কানেকশন চালু করে নিতে হবে।এবার চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একাউন্ট তৈরী করতে হবে। যদি আগে তেকেই একাউন্ট থেকে থাকে তবে লগ ইন করে নিন।এবার আপনার কাঙ্খিত বিষয় এর সার্চবারে লিখুন। আর দেখুন চ্যাট জিপিটির চমক!আপনার চাওয়া ৯৯% পূরণ করে দিবে চ্যাট বট চ্যাট জিপিটি। এ পর্যন্ত সৌশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অনেকেই এর প্রতি সন্তুষ্ট।

Chat GPT এর সুবিধা – অসুবিধা

আমরা জানি আবিস্কার হওয়া প্রতিটা বিষয়েরই অনেক সুবিধা থাকে। তাই বলে কিন্তু অসুবিধা পাবেন না এমন কিন্তু না।চলুন জেনে নিই চ্যাট জিপিটি আমাদের কি কি সুবিধা প্রদান করে। আর সেই সাথে এর অসুবিধাগুলোও জানবো ইনশাআল্লাহ্।
সুবিধাসমূহ:
  • এটি সরাসরি উত্তর প্রদান করে বলে গুগলের মত বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট চেক করে উত্তর বের করতে হয় না।
  • একবার তথ্য জানতে চাইলে এটি যে তথ্য আপনাকে দিবে সেটি আপনার জন্য সন্তোষজনক না হলে আপনাকে পুনঃরায় আপডেট ডেটা দেয়। এভাবে ক্রমাগত ডেটা আপডেট হতেই থাকে।
  • সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। অর্থাৎ এর সেবা নিতে আপনাকে কোন অর্থ পে করতে হবে না।আবার ওকে দিয়ে আমি গত কদিন থেকে সাইন্টিফিক পেপার পড়াচ্ছি। ও পেপারটা পড়ে আমাকে সারসংক্ষেপটা সহজ ভাষায় বলে দিচ্ছে।
  • কোনো ট্যাকনিকেল টার্ম না বুঝলেই আমি ওর কাছে জানতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে ও আমাকে সেটা বুঝিয়ে দিচ্ছে। আমার এক বন্ধু ওকে দিয়ে কোড লেখাচ্ছে।
  • আরেক বন্ধুকে দেখলাম অন্তত ২৪ ঘণ্টা পরিশ্রম করে যে রিপোর্ট লিখতে হতো, সেটা দুই ঘণ্টারও কম সময়ে Chat-GPT-র সাহায্য নিয়ে শেষ করে ফেলেছে।
  • আরেকজনকে দেখলাম জার্মানিতে ওর ফিল্ডের জব কোন কোন কোম্পানি অফার করছে সেগুলোর তালিকা করতে। মানে দিনের পর দিন লাগত যে কাজগুলো করতে সেগুলো মাত্র কয়েক ঘণ্টায় ChatGPT-র সাহায্যে করা যাচ্ছে।
অনেকগুলো সুবিধা থাকার পরেও চ্যাট জিপিটির কিছু অসুবিধা লক্ষণীয়। চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে।
অসুবিধাসমূহ:
  • চ্যাট জিপিটি এখন শুধুমাত্র ইংরেজী এবং বাংলা ভাষাতে ভাল কাজ করছে। কিন্তু অন্যান্য ভাষার ক্ষেত্রে এর যথেষ্ট দুর্বলতা রয়েছে।
  • প্রশিক্ষণ ২০২২ এ শেষ হবার জন্য এর পরের তথ্য এখানে পাওয়া যায় না। অর্থাৎ ২০২২ এর পরের কোন ঘটনার তথ্য এটি দিতে পারে না।
  • বেশ কিছু প্রশ্নের উত্তর এটি দিতে পারে না।

চ্যাট জিপিটি নিয়ে কিছু কমন প্রশ্ন-উত্তর

চ্যাট জিপিটির ফলে কি অনেকের চাকরি হারানোর সম্ভাবনা আছে?
যদি এমনটা বলা হয়ে থাকে যে চ্যাট জিপিটি অনেকের চাকরি খেয়ে ফেলবে তবে এটি ভুল বলা হবে। আসলে মানুষের যে দক্ষতা সেই পর্যন্ত কোন কৃত্তিম বুদ্ধিমত্তা কাজ করতে পারবে না। এটি অনেক কিছু করতে পারলেও মনে রাখতে হবে এটি কিন্তু মানুষ দ্বারায় নিয়ন্ত্রিত। তবে কিছু মানুষের চাকরি এর দ্বারা নষ্ট হবে।
কেননা হাজার মানুষের কাজ এটি করে দিতে পারে নিমিষেই। এর ধারাবাহিক উন্নতির ফলে এক সময় অনেক মানুষের চাকরি হারার সম্ভাবনা রয়েছে।সেজন্য আপনাকে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে। কেননা একটি চাকরি হারাবে অন্য একটি ম্যানেজ করে নিতে পারবেন।

চ্যাট জিপিটি থেকে কি আয় করা যায়

জ্বি হ্যাঁ। এর মাধ্যমে আপনি আয় করতে পারেন। আপনি এখানে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরী করে বিভিন্ন ওয়েবসাইটে জমা দিতে পারেন।
এতে তারা আপনাকে একটি হ্যান্ডসাম আর্নিং দিয়ে দিবে। যা দিয়ে দিব্যি গার্লফ্রেন্ডকে হ্যাপি রাখতে পারেন। একটু মজা করেই বললাম বিষয়টা যাই হোক না কেন এখন আশা করা যায় আপনারা চ্যাট জিপিটি কিভাবে কাজ করে এ নিয়ে সবকিছু ধারণা পেয়ে গেছেন।

চ্যাট জিপিটি কোন ভাষায় যাত্রা শুরু করে?
চ্যাট জিপিটি ইংরেজী ভাষাতে যাত্রা শুরু করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url