আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম
আপনার অজান্তেই আপনার অ্যান্ড্রয়েড এর পাসওয়ার্ড বা ভেরিফিকেশন পিন এর মত গুরুত্বপূর্ণ সব তথ্য অন্য আ্যপ এর দখলে চলে যাচ্ছেনা তো? আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক অন করা থাকলে অনেক আ্যপ ই আপনার পিন পাসওয়ার্ড নিয়ন্ত্রণে নেয়ার সক্ষমতা রাখে। আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম না জানলে আপনি হয়তো কখনো এই ফিয়েচারটি বন্ধ করার কথা ভাববেন না কারণ এর ভয়াবহতা সম্পর্কে আপনি জানেন না, তখন নিজের অজান্তেই পড়বেন বিপাকে।
সূচীপত্রঃ
- ক্লিপবোর্ড আ্যক্সেসিং ফিয়েচার ও আ্যপ কি?
- আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম আপনার কেনো জানা প্রয়োজন?
- আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম
- আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেস করা আ্যপস ব্লক সম্পর্কিত আরো তথ্য
- আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেস করা আ্যাপ বন্ধ করা কেনো জরুরী
- উপসংহার
ক্লিপবোর্ড আ্যক্সেসিং ফিয়েচার ও ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপ কি?
ক্লিপবোর্ড হলো এমন একটি ফিয়েচার যা আপনি গত এক ঘন্টা আগ পর্যন্ত সময়ে যা যা কপি করেছেন তা সংরক্ষণ করার প্রক্রিয়া। আর আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপ হলো, আপনার আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড এর উপর আক্রমনকারী আ্যাপ সমূহ। অর্থ্যাৎ আপনি যখন আ্যন্ড্রয়েডে কোনো আ্যপ ইনস্টল করেন তখন আ্যপটি ওপেন করার সময়ই এই আ্যপ গুলো আপনার আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেস নিয়ে নেবে। আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম জানা থাকলে এবং সেই অনুযায়ী যদি আপনি এই আ্যপ গুলো বন্ধ করে রাখেন তাহলে এই ফিয়েচারটি নিয়ে আর ভুগান্তিতে পড়তে হবেনা।
আরো পড়ুনঃজিমেইলে ইমেইল শিডিউল করার নিয়ম - জিমেইলে ইমেইল নির্ধারণ করার উপায়
আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম আপনার কেনো জানা প্রয়োজন?
আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম
ধাপ-১. ADB সেট আপ
আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম গুলোর মধ্য প্রথমুটি হলো আপনার কম্পিউটারে ADB সেটআপ করতে হবে। আপনি যদি ADB সম্পর্কে না জেনে থাকেন তবে এই পোষ্টটি দেখে নিন। এই পোষ্টটিতে ADB সম্পর্কে জানতে পারবেন এবং ADB সেট আপ সম্পর্কিত বিস্তারিত তথ্যও জানতে পারবেন।
ধাপ-২. আপনি আপনার কম্পিউটারে যদি ইতিমধ্যই ADB সেটআপ করে থাকেন তাহলে আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম এর মধ্য একটি ধাপ আপনি ইতিমধ্যই সম্পন্ন করে রেখেছেন। এখন ADB সংযোগটি চেক করতে adb devices এই নির্দেশনা বা কমান্ডটি চালু করে চেক করে নিন। এই কমান্ডে যদি আপনাকে একটি ক্রমিক নম্বর প্রদান করে তবে আপনি পরের ধাপে এগোতে পারেন।
adb shell
টি আপনার টার্মিনাল উইন্ডোতে চালু করতে হবে। cmd appops query-op --user 0 READ_CLIPBOARD অনুমতি দেয়
এই কমান্ডটি চালু করার পর এটি আপনাকে ক্লিপবোর্ড আ্যক্সেস সহ আ্যপ এবং আ্যপ গুলোর প্যাকেজ নামের একটি তালিকা দেখাবে। যে তালিকায় Clipboard Access Allow করা সকল আ্যপ আপনি দেখতে পাবেন। অর্থ্যাৎ তালিকাটি আউটপুট আকারে দেখাবে। এবারে আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেসিং আ্যপস ব্লক করার নিয়ম এর পরবর্তী ধাপটি অনুসরণ করুন।
ধাপ-৫. আপনার আ্যন্ড্রয়েডে ক্লিপবোর্ড আ্যক্সেস করা আ্যপ গুলোর মধ্য যেসকল আ্যপ গুলোর আ্যক্সেস দেয়া ব্লক বা বন্ধ করতে চাচ্ছেন সেসকল আ্যপ এর প্যাকেজ নাম চিহ্নিত করুন, বা নোট করুন। অতঃপর নামগুলো চিহ্নিত করা হয়ে গেলে নিচের কমান্ড বা নির্দেশনায় প্যাকেজের নামটি প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপন করার পর নিচের নির্দেশনাটি বা কমান্ডটি চালু করুন।
আরো পড়ুনঃইনস্টাগ্রাম ক্র্যাশিং সমস্যা সমাধানের 8টি উপায়
cmd appops set <packagename> READ_CLIPBOARD ignore
cmd appops set <packagename> READ_CLIPBOARD ignore
মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url