ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তি
প্রিয় পাঠক আপনারা যারা ইসলামিক মোটিভেশনাল উক্তি জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন আজকের পোস্ট তাদের জন্য।আজকের আর্টিকেলে আমি আপনাদের ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো কি তা বলবো তো চলুন জেনে নেয়া যাক ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো।
পেজ সূচিপত্রঃ ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তি
- ইসলামিক সুন্দর উক্তি
- ইসলামিক মোটিভেশনাল গল্প
- ইসলামিক উক্তি
- সফলতার মোটিভেশনাল উক্তি
- ইসলামিক ভালোবাসার উক্তি
- ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তিঃ শেষ কথা
ইসলামিক সুন্দর উক্তি
আপনারা যারা ইসলামিক সুন্দর উক্তি জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন আজকের পোস্ট তাদের জন্য। আজ আমি আপনাদের বলব ইসলামিক মোটিভেশনাল উক্তি ইসলামিক সুন্দর উক্তি তো দেখে নিন কিছু ইসলামিক সুন্দর উক্তি
- যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলোই সহজ হয়ে যায় যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন -আল ফাওয়াঈদ
- যদি কারো উপর কোন কষ্ট আসে আল্লাহ তা'আলা এর কারণে তার গুনা সমূহ ঝরিয়ে দেন যেমন ভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে - বুখারি হাদিসঃ৫৬৮৪
- তুমি ভরসা করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট - আল আহযাবঃ০৩
- যা হচ্ছে হতে দিন আল্লাহ আপনার ভাবনার চেয়ে অনেক বেশি কিছু ভেবে রেখেছে
- যে হৃদয় পুড়ে গেছে পাপের রোদে তওবার বৃষ্টি সেখান থেকে জাগিয়ে তোলে প্রাণের স্পন্দন
- কিছু দূরত্ব থাক দ্বীনের পথে চলার জন্য
- শুধু ধৈর্যশীলদের তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই
- অতৃপ্ত এ ধরনীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে বাকি অর্ধেক প্রয়োজন
- যা সত্য নয় তা কখনো মুখেও এনো না তাহলে তোমার সত্য কথা কেউ লোকে অসত্য মনে করবে
- জেনে রেখো আল্লাহর স্মরণে অন্তর সমূহ প্রশান্তি লাভ করে
- যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব - সুরা ইবরাহিম আয়াত ৭
- দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা হলো অন্ধকারাচ্ছন্ন আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা হলো আলোকিত
- যে আনন্দ তোমাকে আল্লাহর স্মরণ হতে ভুলিয়ে রাখে তার চেয়ে উত্তম হলো ওই দুঃখ-দুর্দশা যা তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে।
- জাহান্নাম ও জান্নাত বাসী রা সমান নয় জান্নাতবাসীরা সফলকাম। সূরা হাশর আয়াত ২০
- দোয়া মোমের অস্ত্র একে তুচ্ছ ভাবেন না
- যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য হাতে ফিরিয়ে দেন না। (তিরমিজি)
- এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। (ডঃ বিলাল ফিলিপস)
- স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পতে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই। হযরত আলী (রাঃ)
- সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো। (আল হাদিস)
- যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনার তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই।(ডঃ বিলাল ফিলিপস)
ইসলামিক মোটিভেশনাল গল্প
যারা ইসলামিক মোটিভেশনাল গল্প পড়তে ভালোবাসেন আজকের পোষ্ট তাদের জন্য এখন আমি আপনাদের ইসলামিক মোটিভেশনাল উক্তি ইসলামিক মোটিভেশনাল গল্প বলবো তো চলুন জেনে নেয়া যাক কিছু ইসলামিক মোটিভেশনাল উক্তি
- অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্ত্বের প্রকৃত নির্যাস। (আবু বক্কর রাঃ)
- পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। (আবু বক্কর রাঃ)
- মৃত্যুকে খোঁজো অর্থাৎ সাহসী হও তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে। (আবু বক্কর রাঃ)
- যারা সব সময় ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠাবসা করুন কারণ তাদের হৃদয় সবচেয়ে কোমল।(হযরত ওমর রাঃ)
- যখন পৃথিবীতে আপনার কেউ বুঝতে চেষ্টা করে না তখন এটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বোঝে। (ডঃ বিলাল ফিলিপস)
- আপনি যদি চান আল্লাহ আপনার সকল পছন্দনীয় কাজ গ্রহণ করুক তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকুন। (ডঃ বিলাল ফিলিপস)
- আমরাতো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং আমরা যদি আল্লাহ আমাদের যা দ্বারা সম্মানিত করেছেন তা থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে পুনরায় অসম্মানিত করবেন। উমার ইবনুল খাত্তাব রাঃ
- ততক্ষণ তোমার ভাইয়ের বলা কোন কথার ব্যাপারে তোমার কাছে ভালো কোন ব্যাখ্যা আছে ততক্ষণ তা নিয়ে কোন খারাপ ধারণা পোষণ করোনা।উমার ইবনুল খাত্তাব রাঃ
- সেই মানুষগুলোর মাঝে ভালো কিছু নেই যারা অন্যদের সদুপদেশ দেয় না এবং সেই মানুষদের ভেতর ভালো কিছু নেই যারা উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না।উমার ইবনুল খাত্তাব রাঃ
- কোন মুসলিম ভাইয়ের মুখ দিয়ে বেরিয়ে আসা কোন শব্দের কারণে তার প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত সেটির পেছনে ভালো কোনো কারণ খুঁজে পাবেন। হযরত ওমর রাঃ
ইসলামিক উক্তি
জেনে নিন কিছু ইসলামিক উক্তি
- সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অধ্যাত্মিক আকর্ষণ। হযরত আলী রাঃ
- মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বল।হযরত আলী রাঃ
- পূণ্য অর্জন করা অপেক্ষায় পাব বর্জন করাই শ্রেষ্ঠ।হযরত আলী রাঃ
- আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ইবনে সিনা
- ভোগের স্থান জান্নাত দুনিয়া নয়। হাসান আল-বাসরী রহঃ
- দুনিয়ার জীবন হচ্ছে সমুদ্রের পানির মতো যতই পান করবে ততই তৃষ্ণাত্ব হবে।
- মৃতদের জন্য জীবিতদের করণীয় মধ্যে সবচেয়ে উত্তম কাজটি হলো দোয়া করা।
- ধৈর্য হলো হৃদয়ের বীরত্ব। ইবনুল কাইয়িম রাহিঃ
- তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না।
- যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো। সুরা ইবরাহিম আয়াত ৭
সফলতার মোটিভেশনাল উক্তি
আপনারা যারা ইসলামিক মোটিভেশনাল উক্তি সফলতার মোটিভেশনাল উক্তি ইসলামিক শিক্ষামূলক উক্তি জানতে চান আজকের পোস্টটা তাদের কাজে দিবে। এখন আমি আপনাদের কিছু সফলতার মোটিভেশনাল উক্তি গুলো জানাবো।
- সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। (ফাঙ্ক লয়েড)
- সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য জ্ঞান বা শক্তি নয় পার্থক্যটা হল সত্তিকারের সফল হওয়ার ইচ্ছা। (ভিঞ্চ লম্বারদি)
- যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে হবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। (ডেল কার্নেগী)
- রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। (স্টিভ জবস)
- সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সফলতা এমনিতেই আসবে। (আলবার্ট আইনস্টাইন)
- সফলতা তাদের কাছে ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। (ডেভিড থরো)
- তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবেনা। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে। (কিম গ্রাস্ট)
- সাধারণ মানুষ যতোক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ মানুষেরা ভালো না লাগলেও যতোক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। (ব্রয়ান ট্রেসি)
- সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যার্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা।(বিল কসবি)
- একমাত্র নিশ্চুপ ব্যাক্তিরাই সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। (এডমন্ড রসট্যান্ড)
- একজন সফল যোদ্ধা হলো একজন সাধারন মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী।(ব্রুস লি)
ইসলামিক ভালোবাসার উক্তি
ওপরের অংশ পড়ে ইতোমধ্যেই আপনারা ইসলামিক মোটিভেশনাল উক্তি এবং আরো বিভিন্ন উক্তি জেনে ফেলেছেন এবং ইসলামিক শিক্ষামূলক উক্তি ও জেনে ফেলেছেন এখন আমি আপনাদের কিছু ইসলামিক ভালোবাসার উক্তি বলবো তো দেখে নিন ইসলামিক ভালোবাসার কিছু সেরা উক্তি গুলো।
- মানুষের জীবনের একটি উদ্দেশ্য এটি যে কেউই নিয়ন্ত্রণ করুক না কেন যে কাউকে ভালোবাসার জন্য তাকে ভালবাসতে হবে। (কার্ট ভনেগুট)
- আমার ইচ্ছা হলো যে আপনি পাগলামির পর্যায়ে ভালবাসতে পারেন। (আন্দ্রে ব্রেটন)
- তুমি যেটা ছিলে তুমি যেটা আছো এমনকি তুমি যেটা থাকবে তার জন্যও আমি তোমাকে ভালোবাসি। (আন স্প্যাশ)
- যদি তুমি কারো হৃদয় কে জয় করতে চাও তাহলে প্রথমে অন্তরে ভালোবাসার বীজ রোপন করো।
- ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় যেন আগুন পাখির মত যাকে কোন খাঁচায় বন্দি করা সম্ভব নয় ।
- আমি এটা বলার একটি নতুন উপায় চিন্তা করার জন্য অনেকবার চেষ্টা করেছি এবং এখন ও আমি তোমাকে ভালোবাসি।(ফিটজ গারাল্ড)
- প্রেম কোনো জ্ঞান বা বিজ্ঞান নয়, বই বা কাগজ ও নয় অন্যরা যা বলে তা কখনো প্রেমের পথ হতে পারে না।
- প্রেম সর্বদাই তৃষ্ণা স্বরুপ ইহা সর্বদায় তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে। প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে
- যে তোমাকে সত্যিই মন দিয়ে ভালোবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে
- প্রেম কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে না প্রেম অসীম সাগরের মত যার কোন প্রান্ত বা সমাপ্তি নেই।
ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তিঃ শেষ কথা
আজ আমি আপনাদের সাথে কিছু ইসলামিক মোটিভেশনাল উক্তি ইসলামিক সুন্দর উক্তি ইসলামিক শিক্ষামূলক উক্তি কিভাবে সফল হবেন সেই সকল উক্তি ইসলামিক ভালোবাসার উক্তি শেয়ার করলাম আশা করছি আজকের পোস্টটি পড়ে আপনার ভালো লাগবে। আমাদের আজকের পোস্টটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারেন।
এবং এরকম আরো নতুন নতুন পোস্ট নিয়মিত আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয় তাই এরকম আরো নতুন নতুন সকল বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।২৩৩৫৭
মিহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url